ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি আফছর, সম্পাদক শামসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি আফছর, সম্পাদক শামসুল

ময়মনসিংহ: পেশাদার সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব ময়মনসিংহের নতুন কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক সবুজ সম্পাদক আফছর উদ্দিনকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. শামসুল আলম খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।



সোমবার (০২ নভেম্বর) বিকেলে শহরের অমৃতবাবু রোডের সংগঠনের কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি এফ এম এ সালাম জ্যেষ্ঠ সহ-সভাপতি, দৈনিক আজকের খবর সম্পাদক মকবুল হোসেন বকুল সহ-সভাপতি, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট এম আব্দুল্লাহ আল মামুন খান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাইটিভির জেলা প্রতিনিধি এস এম হুমায়ুন কবির সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক প্রভাতের ব্যুরো প্রধান নাজমুল হুদা মানিক প্রশিক্ষণ সম্পাদক মনোনীত হয়েছেন।  

কমিটির কার্যকরী সদস্যরা হলেন- দৈনিক মাটি ও মানুষের ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী, দৈনিক সবুজের প্রধান প্রতিবেদক মঈনুদ্দিন রায়হান, ঢাকাটাইমস২৪.কমের ময়মনসিংহ প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, দৈনিক জনতার কন্ঠস্বরের ভারপ্রাপ্ত সম্পাদক শহীদুল্লাহ খান, নতুন সময়.কমের প্রতিনিধি আনিসুর রহমান ফারুক, দৈনিক রূপবাণীর ময়মনসিংহ প্রতিনিধি প্রদীপ বিশ্বাস, দৈনিক আজকের ময়মনসিংহের ফটো সাংবাদিক এমডি কামাল, শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক কালের আলোর ফটো সাংবাদিক রাইসুল ইসলাম অনিক, দৈনিক ভোরের পাতার ব্যুরো প্রধান আব্দুল মান্নান ও যমুনানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন বাপ্পি।    

পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে প্রেসক্লাব ময়মনসিংহ। শুরু থেকেই এ প্রেসক্লাবের নেতৃত্ব দিয়ে আসছেন আফছর উদ্দিন ও মো. শামসুল আলম খান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।