ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বনানীতে সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বনানী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বনানী-খিলক্ষেত রোডে এ দুর্ঘটনা ঘটে।



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই তরুণকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিসৎকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে তার আনুমানিক ২৫ বছর বলে জানান এসআই আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনএইচএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।