রাজশাহী: রাজশাহীর চারঘাটে মোবাইল ফোন কোম্পানির এক সেলসম্যানকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলুয়া ইউনিয়নের মালেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই সেলসম্যানের নাম সাদেক আলী (৩০)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সাদেক রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার আনসার আলীর ছেলে। তিনি গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর কসমিকা কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত আছেন।
সাদেক হোসেন জানান, তিনি চারঘাটের বিভিন্ন এলাকায় মার্কেট করে বিকেলে মোটরসাইকেলযোগে রাজশাহীতে ফিরছিলেন। সলুয়া ইউনিয়নের মালেকের মোড় এলাকায় অপর একটি মোটরসাইকেলে করে দু'জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে সাদেককে কুপিয়ে তার ব্যাগের মধ্যে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে সাদেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, বিষয়টি সন্ধ্যার পর তিনি জেনেছেন। তবে খবর পাওয়ার পর সেখানে পুলিশ গিয়ে আর কাউকে পায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস/এএসআর