ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারী আসামির শ্লীলতাহানি, পুলিশের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
নারী আসামির শ্লীলতাহানি, পুলিশের নামে মামলা

পিরোজপুর: থানা হাজতে এক নারী আসামির শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমানের নামে মামলা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সদর উপজেলার চর লখাকাঠী গ্রামের বাসিন্দা (২৬) ওই নারী এ মামলা করেন।



পরে  ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কিবরিয়া পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুরে দুইটি মামলার আসামি ওই নারী ও তার মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাতে নারী হাজতখানা থেকে ওই নারীকে বের করে তাকে কুপ্রস্তাব দেন পরিদর্শক মাসুমুর রহমান। এ সময় তিনি ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরের দিন মা ও মেয়েকে আদালতে চালান দিলে বিচারক তাদের কারাগারে পাঠান।

২৫ অক্টোবর জামিন পেয়ে ওই নারী আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সোমবার আদালতে এ মামলা করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, তাদের থানায় রাখা অবস্থায় এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। গ্রেফতার করায় ক্ষিপ্ত হয়ে ওই নারী এ মামলা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত পরিদর্শক মাসুমুর রহমান বলেন,  ওই নারীর বিরুদ্ধে ২টি মামলা থাকায় তাকে গ্রেফতার করায় ক্ষিপ্ত হয়ে তিনি তার নামে মামলা করেছে।

তবে হয়রানির শিকার নারী বাংলানিউজকে বলেন, ঘটনার পরদিন ভোরে ওসি ও অন্যদের কাছে তিনি অভিযোগ করেছেন। জামিনে মুক্তির পর পুনরায় ওসির কাছে অভিযোগ করেছেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।