মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সৎ মায়ের প্ররোচণায় রুনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রুনা ওই গ্রামের কৃষক সোনামুদ্দিনের মেয়ে এবং দক্ষিণ জামসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এদিকে, আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তার সৎমা শিউলী বেগম ও কাকী আছিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীর বাবা এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর