ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের আসর থেকে বর ও বরের বন্ধু আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বাল্যবিয়ের আসর থেকে বর ও বরের বন্ধু আটক

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাল্যবিয়ের আসর থেকে বর ও বরের বন্ধুকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর এলাকায় বাড়ইপাড়া থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- বর হাকসেরপুর ইউনিয়নের হাছনাপাড়া গ্রামের মোকছেদ প্রামাণিকের ছেলে সিজন (২০) এবং তার বন্ধু একই গ্রামের জালাল উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক।

পুলিশ জানায়, রাতে পৌর এলাকায় বাড়ইপাড়ায় এক স্কুলছাত্রীর (১৪) বাল্যবিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাছান পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের বাড়িতে থাকা কাজী, স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পালিয়ে যান। এ সময় বর সিজন ও বরের বন্ধু আজিজুলকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।