ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারের ৭ উপজেলার সরকারি কর্মীদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
মৌলভীবাজারের ৭ উপজেলার সরকারি কর্মীদের প্রতিবাদ সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: উপজেলা পরিষদে হস্তান্তরিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলে ইউএনও ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার সাত উপজেলার সরকারি কর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে সাতটি উপজেলা থেকে আসা শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- প্রকৌশলী অব্দুল বারেক, মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার আব্দুল মান্নান, মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হেদায়েত কবির ও শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী। বক্তারা সম্মানের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।