ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বাবা-মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড ছবি: প্রতীকী

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া):  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবা-মায়ের অভিযোগে সোহাগ মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(৫ নভেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবীব এ রায় দেন।



সাজাপ্রাপ্ত সোহাগ মিয়া আখাউড়া পৌরশহরের মালদারপাড়ার নূরু মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সকালে বাবা নূরু মিয়া ও মা হোসনা বেগম এলাকাবাসীর সহযোগিতায় ছেলে সোহাগকে অভিযোগসহ পুলিশের হাতে তুলে দেয়।

দুপুর ১২টার দিকে পুলিশ সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।