রাজশাহী: ১৫৮তম কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমূল্য ভূষন বড়ুয়া (ডিআইজি)।
অমূল্য ভূষন বড়ুয়া সদ্য প্রশিক্ষণ শেষ করা পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বলেন, পুলিশ জনগণের সেবক, কথাটি মাথায় রেখে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি দায়িত্ব পালনে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। সব কিছুর ঊর্ধ্বে থেকে সংবিধান ও মানবধিকার সুরক্ষায় দায়িত্ব পালনে কখনও অন্যায়েরকাছে মাথা নত করবে না। দেশের সেবায় নিজেদের উৎসর্গ করে দেবে এটাই সবার কাছে প্রত্যাশা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ লোকমান হাকিমসহ একাডেমির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে প্রধান অতিথি ১৫৮তম পুলিশ কনস্টেবল ব্যাচের ছয়মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ ব্যাচের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ ব্যাচে ৭শ ৪২ জন কনস্টেবল প্রশিক্ষণ নেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪
এসএস/এএ