ঢাকা: ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় আটক এম এ মতিনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান ৮ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় ঢাকা মহানগর গোয়েণ্দা পুলিশ (ডিবি)। আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রিমান্ড চেয়ে আদালতের পাঠানোর বিয়টি সাংবাদিকদের জানান গোয়েণ্দা পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিয়ান চালিয়ে মতিনের ভাই কাইয়ুমসহ ৪ জনকে আটক করে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (০৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় যশোরের বেনাপোল থেকে মতিনকে আটক করা হয়। পরে তাকে ঢাকা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআই/জেডএফ/বিএস
** বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন আটক