ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবুতখালি (পালপাড়া) গ্রামের একটি পুকুর থেকে সুজা মিয়া (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে উদ্ধারকৃত মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।



মৃত সুজা মিয়া ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে বাড়ির বাইরে হাঁটতে বের হয়ে আর ফেরেননি সুজা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, মৃতদেহে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।