ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
মেহেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় প্রাথমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে একাডেমির মিলনায়তনে সহকারী কমিশনার (ভুমি) শাহীনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ ও ফৌজিয়া আফরোজ তুলি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।