ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: লেখক ও প্রকাশক হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।



এতে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সংশপ্তক’র সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, জোটের সহ-সভাপতি আবদুল্লাহেল কাফী তারা, বগুড়া থিয়েটারের সহ-সভাপতি বজলুর রশিদ রাজা, কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক তপন পাটোয়ারী, দপ্তর সম্পাদক সিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে লেখক ও প্রকাশক হত্যাকারী এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।