ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ২ শিক্ষার্থী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ২ শিক্ষার্থী আহত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে স্থানীয়দের মারামারির কবলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হলো, আবদুল রব শুভ (১৪) ও মোহাম্মাদ সাইদ হাসান ফাহিম (১৪)।

দু’জনেরই বাসা গেন্ডারিয়া এলাকায়।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের দু’জনই গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়ে চিকি‍ৎসা নিচ্ছে।

আহতরা জানায়, তাদের পরীক্ষার কেন্দ্র ফরিদাবাদ হাইস্কুল (গেন্ডারিয়া)। বেলা ১২টার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে স্কুলের সামনে একটি গলির মধ্যে কয়েকজন মারামারি করছিলেন। এসময় হঠাৎ করে তাদের মাথায় লাঠি অথবা ওপর থেকে কিছু (ইট বা পাথর) পড়ে আঘাত লাগে। এদিন তাদের পরীক্ষার বিষয় ছিলো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এজেডএস/একে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।