বরগুনা: ৬ দফা দাবিতে বরগুনায় প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসাবিদ বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংসনাল সার্ভিস কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ নভেম্বর)দুপুর ১টার দিকে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসাবিদ(প্রকৃচি) ও বিসিএস সমন্বয় কমিটির সভাপতি ডা. মো. রুস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা.মো. জহিরুল ইসলাম, জেলা প.প. কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৃচির সম্পাদক মো. হাফিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার হালদার, বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ ও বরগুনা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা উপজেলা পরিষদের ১৭টি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারে স্বাক্ষরে উত্তোলনের সিদ্বান্তকে আত্মমর্যাদা হানিকর উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
স্ব স্ব ক্যাডারে সর্বোচ্চ পদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সব গ্রেডের স্ব স্ব ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা পদায়ন নিশ্চিত করা, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সব ক্যাডারকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ, উপজেলা-জেলা-বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে সব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যাদা একই নির্ধারণ এবং অষ্টম পে-স্কেল ২০১৫ এর বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
পিসি/