ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর জেলার হাজী গোলম কাওছার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ও শ্রেণী ভিত্তিক ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে একাডেমি প্রাঙ্গণে অধ্যক্ষ লুৎফুন্নেসা সেলিমার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জানে আলম, অভিভাবক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী গোলম কাওছার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান শামিম।

এদিন একাডেমির চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।