কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মিরারচর এলাকায় বাসের চাপায় বিল্লাল হোসেন (৩০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালক।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল জেলার বাজিতপুর উপজেলার তালতলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর থেকে বিল্লালসহ পাঁচ যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ভৈরব যাচ্ছিল। পথে মিরারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। এসময় অটোরিকশার চালক আহত হন। আহত অটোরিকশা চালককে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআই