খুলনা: চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর সহচর শেখ আলী আহম্মদ (৮৪)।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৭টায় নগরীর গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি শোকাহত পরিবারের পাশে ছুটে যান।
এদিকে, মরহুমের নামাজে জানাজা বাদ জোহর ডাকবাংলো জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি ফকিরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ আলী আহম্মদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, যুবলীগ নেতা কামরুজ্জামান জামাল, সাবেক ছাত্রনেতা শেখ আবু হানিফ প্রমুখ।
শেখ আলী আহম্মদ ১৯৫৪ সালে বাগেরহাট মহাকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরবর্তীতের সভাপতি নির্বাচিত হন। পরে ’৭১-এ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ’৭০’র সাধারণ নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ’৭৫-এ বঙ্গবন্ধু কর্তৃক বাগেরহাট জেলা বাকশালের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের অন্যতম সমন্বয়কারী হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। পরে গণ পরিষদের সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে, মুক্তিযোদ্ধা শেখ আলী আহম্মদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় নেত্রী ও সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআরএম/আইএ