ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের পাসিং আউট প্যারেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বগুড়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের পাসিং আউট প্যারেড

বগুড়া: বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৫৮তম ব্যাচের ২৭৮ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

৬ মাসের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শহরের নিশিন্দারায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৪ এর প্রশিক্ষণ কেন্দ্রে এ প্যারেড অনুষ্ঠিত হয়।


 
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার।
 
অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক, পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (এসপিবিএন-২) ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া,  আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।  
 
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৪ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুর রহিমের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ চলে। পাসিং আউট প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।