ঢাকা: আশ্বাস পেয়ে আমরা প্রতিবারই ঘরে ফিরে গিয়েছি। কিন্তু এবার আশ্বাস নয়, পদক্ষেপ চাই।
তিনি বলেন, সরকারের দায়িত্বরতদের সঙ্গে কথা বলতে গেলেই তারা আমাদের আশ্বস্ত করতে চান। আশ্বস্ত করার পর তাদের আর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্মারকলিপি দিয়ে বেরিয়ে ডা. ইমরান সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রকাশক-লেখক-ব্লগার হত্যার বিচারের আশ্বাস দিয়েছেন। অভিজিৎ রায় হত্যার পরও আশ্বাস দিয়েছিলেন তারা। অনন্ত বিজয় হত্যার পরও একই আশ্বাস দেওয়া হয়েছিলো আমাদের। শুধু তাই নয়, নিলাদ্রী হত্যার পর একইভাবে আমাদের আশ্বস্ত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার।
লাশের মিছিল আজও বন্ধ হয়নি মন্তব্য করে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য এই আশ্বাস পেয়ে নয়, বরং রাজপথে থেকেই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধ্য করতে হবে।
তিনি বলেন, দেশব্যাপী যে আক্রমণগুলো হচ্ছে সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়। পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে কোনোভাবেই পিছু না হটে। দেশকে রক্ষার জন্য, সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে যেনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
এসময় ডা. ইমরানের সঙ্গে ছিলেন- ভাস্কর রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম ও গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ দত্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসজেএ/এএ
** বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
** রাষ্ট্রের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে
** গণজাগরণের ৫ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
** পুলিশি বাধার মুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল
** স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পথে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল