ঢাকা: নিরাপত্তা, বাঁচার মতো মজুরি এবং কারখানায় গণতান্ত্রিক কর্ম পরিবেশের নিশ্চিত করার আহবান জানিয়ে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ১ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন শ্রমিক আন্দোলনের পুরধা ব্যক্তিত্ব, প্রবীণ নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি শাহ্ আতিউল ইসলাম।
সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখ্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রানা প্লাজার নিখোঁজ শ্রমিক হৃদয়ের মা আঞ্জুয়ারা বেগম, কেন্দ্রীয় সদস্যসচিব জুলহাস নাইন বাবু ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আগত স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশে ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের গার্মেন্ট শ্রমিকরা অংশ নেবেন।
১ম সম্মেলন উপলক্ষে গার্মেন্ট শ্রমিক সংহতি অক্টোবর মাস জুড়ে আশুলিয়া, সাভার রানা প্লাজা, ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে শ্রমিক সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী এবং রানা প্লাজা-তাজরীন নিয়ে নাটক প্রদর্শন করে সম্মেলনের প্রচারণা করেছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
পিআর/এমজেএফ