ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাসযোগ্য নগরীতে পেতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বাসযোগ্য নগরীতে পেতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়নে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারলে বাসযোগ্য নগরী গড়ে তোলা ও জীবন মানের উন্নয়ন সম্ভব বলে মত দিয়েছেন নগর বিশেষজ্ঞরা।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব নগর দিবস-২০১৫’ উপলক্ষে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত আলোচনা সভায় তারা এ মত দেন।


 
নগর বিশেষজ্ঞ ড. সারোয়ার জাহান বলেন, জিডিপি’র ৬০ শতাংশ আয় আসে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন থেকে। কিন্তু এসবের উন্নয়নের জন্য সমন্বিত কোনো উন্নয়ন পরিকল্পনা নেই। এজন্য বাড়ছে না জীবনযাত্রার মান। হচ্ছে অপরিকল্পিত নগরায়ন।
 
তিনি বলেন, দেশে ছোট-বড় প্রায় ৫৩২টি শহর-নগর (শহর) গড়ে উঠছে। সব কিছু নগরকেন্দ্রিক হয়ে পড়ায় চাপ বাড়ছে মানুষের। ফলে এসব বাসের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় সরকারের এসব সংস্থাকে শক্তিশালী করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
 
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, নগরে এখনো মাত্র ২০ শতাংশ মানুষ বসবাস করে। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন আর গ্রামকে এখন আর আলাদা করে দেখার কিছু নেই। সব জায়গায় একইভাবে নগরায়ন হচ্ছে।

তিনি বলেন, নগর থেকে সুবিধা নিলেও, এর প্রতি সরকার উদাসীন। নগর উন্নয়নে নীতিমালা ও পরিকল্পনা ছাড়া কোনোভাবেই নগর উন্নয়ন সম্ভব হবে না।
 
সাবেক সচিব কে এম নুরুল হুদা বলেন, নগরায়ন একটা দেশের সমস্যা নয়, অর্থনৈতিক দিক দিয়ে সম্ভাবনা বটে। নগর সরকার যেহেতু অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে সেক্ষেত্রে নগর মন্ত্রণালয় করা যেতে পারে। কারণ নগর উন্নয়নে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
 
নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ২০০৯ সালে নগর উন্নয়ন নীতিমালা করা হলেও, অজানা কারণে তা চূড়ান্ত হচ্ছে না। চূড়ান্ত হলে নগর উন্নয়নে বাধা থাকবে না। নগর উন্নয়নের ক্ষেত্রে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ডেল্টা প্ল্যান ভূমিকা রাখবে।

সভায় ম্যাব সভাপতি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আজমত উল্যাহ খান, ইউএন হ্যাবিটেট’র প্রধান মো. আখতারুজ্জামান প্রমুখ।
 
বিভিন্ন জেলা থেকে আগত ৩৮ জন মেয়র, ১৫ জন কাউন্সিলর, ১২ জন পৌর সচিব, ৭ জন প্রকৌশলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
 
সভায় জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগর সরকারকে শক্তিশালীকরণ, স্থানীয় সরকার বাজেট, স্থানীয় সরকার অর্থ কমিশনসহ নগর সরকারের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।