ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আসামি জাফরান হাসানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলাটিতে আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য শফিউর রহমান ফারাবী, তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল ইসলাম ও মান্না ইয়াহি ওরফে রাহীর নামে আরও ৫ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে গিয়েছেন।
ব্লগার ও লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী নাফিজা আহমেদকে গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কুপিয়ে জখম করে দৃর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে মারা যান অভিজিৎ।
অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনার পরদিন ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআই/এমজেএফ