ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৩৪তম বিসিএসে ক্যাডার পদে আরও ১৭ জনের ফল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
৩৪তম বিসিএসে ক্যাডার পদে আরও ১৭ জনের ফল ছবি : সংগৃহীত

ঢাকা: ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে স্থগিত থাকা প্রার্থীদের মধ্যে ১৭ জনের ফল ঘোষণা করে ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ৫ জন, পররাষ্ট্রে ২ জন ও পুলিশে ২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।


 
এছাড়াও বিসিএস পশু সম্পদ ক্যাডারে ৫ জন, গণপূর্তে ১ জন, সাধারণ শিক্ষায় ২ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
 
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা বাংলানিউজকে বলেন, ২১ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছিল, তাদের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস উপস্থাপন করায় ১৭ জনের ফল প্রকাশ করে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
 
সুপারিশকৃতদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ছয় হাজার ৫৮৪ জন পাস করে। কিন্তু পদ স্বপ্লতায় এদের মধ্য থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
 
কিন্তু পদ শূন্য থাকলেও সে অনুযায়ী নিয়োগের সুপারশি করা হয়নি এবং ক্যাডার পদে নিয়োগের সুপারিশে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করেন নন-ক্যাডার পদের প্রার্থীরা। এরই মধ্যে গত ১৫ অক্টোবর নন-ক্যাডার পদে নিয়োগ দিতে দরখাস্ত আহ্বান করে পিএসসি।
 
এ নিয়ে ৩৪তম বিসিএসে মোট দুই হাজার ১৭৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হলো।
 
একই দিনে ৩৩তম বিসিএসের নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ০২৭৩৮২ নম্বর রেজিস্ট্রেশনধারীকে নিয়োগের সুপারিশ করে কমিশন।
 
বাংলাদেশ সময়: ১৭২৭  ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।