ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে দুই কৃষকের অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ওই দুই কৃষককে পিটিয়ে আহত করেছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কৃষক গণি মিয়া ও কাজিম উদ্দিন সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা।
কৃষক গণি মিয়া বাংলানিউজকে জানান, ধানের বীজ কিনতে কৃষক কাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেড্ডা বক্ষব্যাধি হাসপাতালের সামনের রাস্তায় পাঁচ/ছয় যুবক অটোরিকশার গতিরোধ করে চিপা গলিতে নিয়ে পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ৪৫ হাজার ও কাজিম উদ্দিনের কাছে থাকা আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা তাদের মারধর করে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, এ ব্যাপারে ওই দুই কৃষকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ