কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদবাদ ইউনিয়নে বালুবাহী ট্রাক্টর চাপায় মোজাম্মেল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার রশিদবাদ ইউনিয়নের চপিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোজাম্মেল একই গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে চপিলা গ্রামের রাস্তায় মোজাম্মেল হক নামে এক শিশু খেলা করছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক্টর মোজাম্মেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫,২০১৫
এসএইচ