ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ বালুবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
কিশোরগঞ্জ বালুবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদবাদ ইউনিয়নে বালুবাহী ট্রাক্টর চাপায় মোজাম্মেল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার রশিদবাদ ইউনিয়নের চপিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শিশু মোজাম্মেল একই গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে চপিলা গ্রামের রাস্তায় মোজাম্মেল হক নামে এক শিশু খেলা করছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক্টর মোজাম্মেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫,২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।