গাইবান্ধা: নিখোঁজ হওয়ার দু’দিন পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ছোরমান আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়।
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু এ বিষয়ে বাংলানিউজকে জানান, দুপুরে ব্রহ্মপুত্র নদের গলনা এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে। খবর পেয়ে মৃতের স্বজনরা ঘটনাস্থলে এসে ছোরমান আলীকে শনাক্ত করে মরদেহ বাড়ি নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এসএইচ
** সাঁতরে ব্রহ্মপুত্র পার হতে গিয়ে নিখোঁজ