কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিল হোসাইন (৩০) নামে এক যুবক মারা গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বালুখালী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
দিল হোসাইন উপজেলার কুতুপালং এলাকার মৃত ফজর আলমের ছেলে।
বালুখালী হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আবুল কাশেম বাংলানিউজকে জানান, দিল হোসাইন নামে ওই যুবক সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এএটি/এটি