নড়াইল: নড়াইলে গোপন বৈঠক করার সময় ইসলামী আন্দোলনের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার(০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন বৈঠক থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী আন্দোলনের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি