বাগেরহাট: আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল সিন্ডিকেট ও ডাকাত দলের প্রধান মনিরুল ইসলাম ওরফে লিটন শেখকে (৩৫) গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকেল ৫টার দিকে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রেসব্রিফিং কালে এ তথ্য জানান।
লিটন বাগেরহাট পৌর শহরের খারদ্বার এলাকার শামছুর শেখের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে।
ওসি জানান, শুক্রবার সকালে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই ও ডাকাত দলের প্রধান লিটনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকায় তার সহযোগী আছাদ ও শাহীনের বাড়ি থেকে ছিনতাই করা দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া খুলনা, গোপালগঞ্জ, বরিশাল ও পিরোজপুর জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো ১৩টি মামলা রয়েছে।
লিটনকে বাগেরহাটের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমজেড