ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শরীরে বাঁধা ৫ কেজি গাঁজা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
শরীরে বাঁধা ৫ কেজি গাঁজা! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: শরীরে বিশেষভাবে বেঁধে সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই নারীকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভারত সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটক দুই নারী হলেন- বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী কাজল বেগম (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মহিমা আক্তার বৃষ্টি (২৬)।
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে বলেন, দুই নারী তাদের শরীরে টেপের মাধ্যমে গাঁজার প্যাকেট আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখেন। সালোয়ার-কামিজ পরিহিত ওই দুই নারীকে দেখে বোঝার উপায় নেই যে তাদের শরীরে কোনো কিছু রয়েছে।  
 
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে, তল্লাশি চালিয়ে শরীরে বাধা অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।