ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসা শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
দীপন হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসা শিক্ষক আটক মুফতি জাহিদ হাসান মারুফ

ফেনী: জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িত সন্দেহে ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে তাকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবির একটি সূত্র।



আটক জাহিদ ফুলগাজী উপজেলার তারকুচা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক।

সূত্রটি জানায়, ব্লগার-প্রকাশক হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ফেনীর ফুলগাজী থেকে মাদ্রাসা শিক্ষক জাহিদকে আটক করা হয়েছে।

আমজাদহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম বাংলানিউজকে বলেন, আটকের বিষয়টি তিনি জাহিদের বাবার কাছে শুনেছেন।

তবে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফেনী পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেনি।
 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযানের আগে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়। কিন্তু এ সম্পর্কে কোনো তথ্য ঢাকা মহানগর পুলিশ ফুলগাজী থানাকে জানায় নি।

আটক জাহিদের বাবা মুফতি হাবিব উল্লাহ বাংলানিউজকে বলেন, জঙ্গি সংশ্লিষ্ট ও দীপন হত্যায় জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে- এমন অভিযোগে বৃহস্পতিবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরিচয়ে জাহিদকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫/আপডেট: ২০০১
এনএইচএফ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।