সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরী তালতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি মাঠে গরু চরাতে গিয়ে মহাসড়কের পাশে গলায় রশি বাঁধা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/