মাগুরা: মাগুরা জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও একাধিক মামলার আসামি মীর আবু সাইদকে(৪০)গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(০৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের মীরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মীর সাইদ পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত এক ডজন মামলার আসামি।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বাংলানিউজকে জানান, সাইদকে সন্ধ্যার দিকে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে কি মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৮টির ওপর মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলার কার্যক্রম শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/