নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিয়াম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বাবা-মা, বোনসহ আরও পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার রমজান বিবি বাজার এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সিয়ামের বাবা সুজন (২৮), মা শিপন আক্তার (২০), বোন সিনথিয়ার (৬) নাম জানা গেছে। তারা বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সিএনজি চালিত একটি অটোরিকশায় করে চৌমুহনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন সিয়ামসহ তার পরিবারের সদস্যরা। পথে রমজান বিবি বাজার এলাকায় মাইজদী থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিয়ামের মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার বাবা-মা ও বোনসহ পাঁচ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, সুজন, শিপন আক্তার ও সিনথিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাফায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমজেড