ঢাকা: অভিজিৎ-দীপনসহ অন্য লেখক-ব্লগারদের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক ড. অজয় রায়।
শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
অজয় রায় বলেন, যতোদিন পর্যন্ত অভিজিৎ-দীপনসহ সব লেখক-ব্লগার হত্যাকারীদের আদালতের কাঠগড়ায় না দাঁড় করাতে পারছি ততদিন আন্দোলন চলবে।
‘আমি জানি কিভাবে অধিকার আদায় করতে হয়’ মন্তব্য করে তিনি আরও বলেন, আপনারা সংগ্রামী জনতারা পাশে থাকুন। শাহবাগ মঞ্চে সভা সমাবেশ করে অধিকার আদায় হবে না। সবাই মিলে রাজপথে নেমে আসুন।
এ সময় উপস্থিত বাম দলের নেতাদের জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান অজয় রায়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, কলমকে চাপাতি দিয়ে মোকাবেলা করা হচ্ছে। আর সরকার বলছে- দেশ মধ্যম আয়ের দিকে যাচ্ছে। কিন্তু ভাব দেখলে মনে হয় দেশ মধ্যযুগের দিকে যাবে।
মহিলা সমিতির সভানেত্রী আয়শা খানম বলেন, খুনের ক্ষত শুধু পরিবারগুলোর একার নয়, দেশের গণতন্ত্রেরও ক্ষত।
‘বর্তমান সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি সেই প্রজন্মের মানুষ। কিন্তু আমাদের তরুণদের জন্য কোনো সুষ্ঠু পরিবেশ তৈরি করছি না, যাতে আমরা লজ্জিত’- বলেন আয়শা খানম।
সংহতি সমাবেশে অন্যদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির, মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, নাট্যকার আজাদ আবুল কালাম, শ্রাবণ প্রকাশনীর স্বত্বাবাধিকারী রবীন আহসান, শিল্পী মাহমুদুজ্জামান বাবু বক্তব্য রাখেন।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এফবি/আইএ
** খুনিদের ধরতে ১৫ দিনের আল্টিমেটাম গণজাগরণ মঞ্চের
** শাহবাগে চলছে মুক্ত চিন্তার সংহতি সমাবেশ