ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বাঁধনের একক সংগীত সন্ধ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ভোলায় বাঁধনের একক সংগীত সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় সংগীত শিল্পী তালহা তালুকদার বাঁধনের একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

‘এক সন্ধ্যায় একা বাঁধন’ শিরোনামে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংগীতানুষ্ঠান শুরু হয়।



‘মাটি দ্য মিউজিক্যাল ট্রুথ’র আয়োজনে শহরের বাংলা স্কুল মাঠে টানা গভীর রাত পর্যন্ত গানে গানে হারিয়ে যান তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার কয়েক হাজার দর্শক।

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’, ‘এক যে ছিলো সোনার কন্যা’, ‘কী যাদু করিলা’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ প্রভৃতি জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন বাঁধন।

এরপরই অতিথি শিল্পী হিসেবে মঞ্চে আসেন কবি ও সংগীত শিল্পী হাসান মাহমুদ। তিনি ‘ওরে নীল দরিয়া’ ও ‘আছেন আমার মোক্তার’ গান দু’টি গেয়ে শোনান। সমুদ্র ব্যান্ডের আসিম আলতাফ গাইলেন ‘লাক ভেলকি লাগ’সহ জনপ্রিয় ৩টি গান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, মাহমুদুর রহমান, জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম কিবরিয়া জাহাঙ্গির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, প্রবীন সাংবাদিক এমএ তাহের, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু ও জেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আক্তার হোসেন।

এর আগে বিয়ে বাজার, মাটি দ্য মিউজিক্যাল ট্রুথসহ বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাঁধনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাটি দ্য মিউজিক্যাল ট্রুথ’র সভাপতি সাথী করঞ্জাই।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।