যশোর : যশোরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর ধর্মতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী তোতা গাজী (৪৮), তার স্ত্রী সোহানা জামান ওরফে শান্তা (৪৫), একই এলাকার মৃত ছলেমান গাজীর স্ত্রী রুবি বেগম (৪০) ও লিটন দফাদারের স্ত্রী শিখা বেগম (৩০)।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আরএম