যশোর: যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিহত আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান স্মরণে স্থানীয় নওয়াপাড়া পৌরসভা এ প্রতিযোগিতার আয়োজন করে।
নৌকাবাইচ উপলক্ষে ভৈরব নদের দুই তীর হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে মিলন মেলায় রূপ নেয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভয়নগরের তালতলা খেয়াঘাট থেকে শংকরপাশা ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারব্যাপী এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০টি নৌকার শতাধিক মাঝি-মাল্লাদের নদীর ঢেউয়ের তালে তাল মিলিয়ে হেই-ও-রে, হেই-ও-রে ধ্বনি এবং সাজ ও সারিগানে মুখরিত হয়ে ওঠে ভৈরব নদের দুই পাড়।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মেহনাজ, নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক মোল্যা, মজুমদার গ্রুপের চেয়ারম্যান আদিত্য মজুমদার, সাবেক পৌরসভার চেয়ারম্যান ওলিয়ার রহমান সরদার প্রমুখ।
এদিকে, নৌকা বাইচ উপলক্ষে ভৈরবের দুই তীরে নাগরদোলা ও বাচ্চাদের খেলনাসহ অসংখ্য ভ্রাম্যমাণ
দোকান বসে।
বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আরএম