ঢাকা: খুলনা থেকে প্রভাতী এক্সপ্রেস ট্রেনে করে কমলাপুরে নামা হাবিবুর রহমান (৩৫) নামে এক যাত্রীকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুরে নামার পর হাবিবুরকে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
আটক হাবিবুর শারিরীক প্রতিবন্ধী বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এজেডএস/আরএম