ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার পাকিস্তানিসহ সাত সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
শনিবার (০৭ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
আটক চার পাকিস্তানি হলেন- মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাকিল, খলিলুর রহমান ও ইকবাল। অপর তিন বাংলাদেশি হলেন বাবুল খান, ফরমান ও শহীদ।
তিনি বলেন, শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
জেডএফ/এনএ/টিআই
** রাজধানীতে জেএমবি সন্দেহে আটক ৭