মৌলভীবাজার: মৌলভীবাজারের বিসিক শিল্প নগরের আল আমিন ফ্লাওয়ার মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইমলাম (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল শহরের গুলবাগ এলাকার মো. আমিন মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. অাব্দুছ সালেক জানান, সকালে আল আমিন ফ্লাওয়ার মিলের পানির পাম্পে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। ওই ত্রুটি ঠিক করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নজরুল। এ অবস্থায় স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই