জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারি চালিত একটি ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) রাতের কোনো এক সময় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম আবদুল হাকিম (৫০)। তিনি উপজেলার তালশন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম।
ওসি জানান, শুক্রবার রাতে বটতলী এলাকা থেকে ক্ষেতলাল শহর পর্যন্ত ভ্যানে যাত্রী পরিবহন করছিলেন আবদুল হাকিম। এরই কোনো এক সময় যাত্রীবেশী দুর্বৃত্তরা উপজেলার পুঠিমারী ব্রিজের পাশের একটি মাঠে তাকে ছুরিকাঘাতে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে পথচারীরা মাঠের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই