ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- ধুনট উপজেলার সুরুগ্রামের আব্দুর রহিমের ছেলে নুরুল আলম (২২), কলিম উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩৫) ও জিয়াউল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে মাদক সেবন করে ধুনট হাসপাতাল রোডে মাতলামি করছিলেন ওই তিন যুবক। এসময় শহরে টহলরত পুলিশ তাদের আটক করে। সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন বিচারক।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই