সাতক্ষীরা: নাশকতার মামলায় গ্রেফতার সাতক্ষীরার আশাশুনি উপজেলার এবিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মওলানা ওহিদুজ্জামানকে (৪০) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেন।
এবিএস ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বাংলানিউজকে জানান, ৪ নভেম্বর নাশকতার মামলায় গ্রেফতার হন উপাধ্যক্ষ মওলানা ওহিদুজ্জামান। এ কারণে ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মুনসুর আহম্মেদ, অধ্যক্ষ মওলানা মতিয়ার রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ