ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে মাদরাসা উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আশাশুনিতে মাদরাসা উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা: নাশকতার মামলায় গ্রেফতার সাতক্ষীরার আশাশুনি উপজেলার এবিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মওলানা ওহিদুজ্জামানকে (৪০) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেন।



এবিএস ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বাংলানিউজকে জানান, ৪ নভেম্বর নাশকতার মামলায় গ্রেফতার হন উপাধ্যক্ষ মওলানা ওহিদুজ্জামান। এ কারণে ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মুনসুর আহম্মেদ, অধ্যক্ষ মওলানা মতিয়ার রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।