মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে বাছিরন নেছা (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মারা গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতের কোনো এক সময় তিনি পুকুরে ডুবে মারা যান।
মৃত বাছিরন নেছা ওই গ্রামের মৃত ভাদু শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাছিরন কয়েক বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতেন। স্বজনরা তার কোনো খোঁজ খবর রাখতেন না। শনিবার সকালে প্রতিবেশী রবি মিয়ার পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এসআই