ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ার সেই ৩ শিল্প পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আশুলিয়ার সেই ৩ শিল্প পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার সময় নিষ্ক্রিয় থাকায় তিন শিল্প পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।



শনিবার (০৭ নভেম্বর) দুপুরে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আশরাফুল্লা বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, ঘটনার সময় উপস্থিত থাকা পাঁচ শিল্প পুলিশের মধ্যে দু’জন দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় দায়িত্বে থাকা বাকি তিনজন কোনো প্রতিরোধের চেষ্টা না করে পিছনের শালবনের দিকে পালিয়ে যান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান আজিজ, আপেল মাহামুদ ও পিনারুজ্জামানকে সাময়িক ররখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত বুধবার (৪ নভেম্বর) আশুলিয়ার বারইপাড়া এলাকায় একটি পুলিশ চেক পোস্টে দুর্বৃত্তদের হামলায় মুকুল নামে এক শিল্প পুলিশ সদস্য মারা যান। এ ঘটনায় নরু আলম নামে আরও এক সদস্য গুরুতর হন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।