রাজশাহী: পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানান, এরইমধ্যে যে সাত বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেসব বিষয়ে আগের পদ্ধতি বহাল করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থী আবু ফরহাদ, শারফিন মাহমুদ, রাকিব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
এদিকে কর্মসূচিতে রাজশাহী কলেজিয়েট স্কুল, ল্যাবরেটারি স্কুল, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএস/ওএইচ/এমএ