ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাডিপেসপ’র কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বাডিপেসপ’র কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম বেতন স্কেলের বৈষম্য নিরসন করে আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা পেশাজীবী সমন্বয় পরিষদ (বাডিপেসপ)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ২৫টি ডিপ্লোমা পেশাজীবী সংগঠন ও দুই শতাধিক সহায়ক ডিপ্লোমা পেশাজীবীদের নিয়ে গঠিত সংগঠনের নেতারা।



সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন- পরিষদের সদস্য সচিব মো. শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের আহ্বায়ক জসিমউদ্দিনসহ অন্যরা।

শামসুর রহমান বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা নার্সরা বাদে অন্য সব ডিপ্লোমা পেশাজীবীদের ১১তম গ্রেডে বেতন দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণির মর্যাদাও দেওয়া হয় না। কোনো কোনো সংস্থায় ডিপ্লোমা পেশাজীবীদের কোনো পদোন্নতিও নেই।

তিনি বলেন, অষ্টম বেতন স্কেলের বৈষম্য নিরসন করে আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়া না হলে শিগগিরই রাজধানী থেকে উপজেলা পর্যন্ত কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলোদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।