নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম মাধবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আকরাম ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত দত্ত বাংলানিউজকে জানান, দুপুরে আকরাম বিদ্যুৎচালিত সেচপাম্পের সংযোগ বিছিন্ন করছিলেন। হঠাৎ তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর